Tuesday, July 3, 2012

নেত্রকোনায় ৯ মাদ্রাসা ছাত্রী মানসিক রোগে আত্রান্ত হয়ে হাসপাতালে



নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মাতাং ইসলামীয়া মাদ্রাসার ৯ জন ছাত্রী মানসিক রোগে আত্রান্ত্র হয়ে অজ্ঞান হয়ে পড়লে তাদের আজ মঙ্গলবার বিকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেতারা হচ্ছে, দীপা, সুরভি, সোনিয়া আক্তার, রুবিনা,
ফারিয়া, লাকী, আফিয়া, মুক্তা ও তানজিলাতারা সবাই ৬ষ্ট শ্রেনীর ছাত্রী

মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজুল ইসলাম  জানান, আজ বেলা ১টার দিকে মাদ্রাসায় শ্রেনীপাঠ চলাকালে রুবিনা নামের এক ছাত্রী শ্রেনী কক্ষেই অজ্ঞান হয়ে পড়েএর পর পরই আরো ৮ জন ছাত্রী অজ্ঞান হয়ে যায়পরে তাদেরকে বিকাল সাড়ে তিনটার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিসক ডাঃ নীলোপল তালুকদার সন্ধ্যা সাড়ে ৭টায় জানান. মাস সাইকোজেনিক ইলনেস নামক এক ধরনের মানসিক রোগে আত্রান্ত হয়েছে এই ছাত্রীরাতাদের প্রয়োজনীয় চিকিসা দেওয়া হচ্ছেতারা দ্রুতই সুস্থ্য হয়ে উঠবে

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment