Thursday, July 5, 2012

নেত্রকোনায় চাকুয়া হাওর থেকে ২ লাখ টাকার পোনা মাছ নিধনের জাল জব্দ

ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া হাওর থেকে বৃহষ্পতিবার সকালে প্রায় দুই লাখ টাকা মূল্যের মাছ ধরার  নিষিদ্ধ জাল জব্দ করে। পরে এই জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো: রমিজুলহা ইসলাম, বৃহষ্পতিবচার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শওকত আলীর নেতৃত্বে উপজেলার
চাকুয়া হাওরে পোনা মাছ নিধনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় ৪ হাজার মিটার মশারি জাল  জব্দ করা হয়। পরে দুপুর  ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্দেশে উপজেলা পরিষদ চত্বরে এই জালে আগুন দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত অভিযান চালানোর সময় উপজেলা মস্য কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।   
উপজেলা মস্য কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মশারি জাল দিয়ে স্থানিয় কিছু জেলে উপজেলার বিভিন্ন হাওরে পোনা মাছ নিধন করছে।জব্দ করা ৪ হাজার মিটার জালের বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা হবে বলে জানিয়েছে।  

প্রতিবেদন - লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment