Friday, July 6, 2012

আটপাড়ায় মগড়া নদীতে ডুবে শিশু কন্যার মৃত্যু

নেত্রকোনা আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামে মগড়া নদীতে ডুবে এক শিশু কন্যার মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার বিকাল
৫টার দিকে নদী থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়
শিশুটি হচ্ছে কোনাপাড়া গ্রামের মিলন সাহার দেড় বছরের কন্যা চম্পা রানী সাহা
শিশুটির বাবা মিলন সাহা জানান, মগড়া নদী পাড় ঘেষে তাদের বাড়িচম্পা ২/৩ মাস ধরে হাটতে শুরু করে
শুক্রবার বিকাল প্রায় ৪টার দিকে চম্পার মা পলাশী রানী সাহা বাড়ির সামনে মগড়া নদীর ঘাটে মাছ ধুতে যায়চম্পাও তার মার পিছু নেয়এক পর্যায়ে চম্পা অন্য ঘাটে চলে যায়কিন্তু চম্পার মা বিষয়টি খেয়াল করেনিঘাট থেকে চম্পার মা বাড়িতে ফিরে চম্পাকে না পেয়ে থুজা খুজি শুরু করেনপরে বিকাল ৫টার দিকে চম্পার মৃত দেহ ভাসমান অবস্থায় মগড়া নদীতে পাওয়া যায়
    
প্রতিবেদন - লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment