দূর্গাপুর-ময়মনসিংহ সড়কের নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার রাজাবাজার এলাকায় ধলাই
নদীর উপর ভোটেরঘাট বেইলী সেতু ভেঙ্গে যাওয়ায় অন্তত ২০ দিন যান চলাচল বন্ধ থাকবে বলে
জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
পুর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর বহমান জানান, রোববার সকাল ৯ টার দিকে ভোটেরঘাট
বেইলী সেতুর ওপর দিয়ে নূরিপাথরের
অতিরিক্ত বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় সেতুটি ভেঙ্গে যায়। এতে করে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এখন সড়কে চলাচলকারীরা সেতুর ভাঙ্গা অংশ নৌকায় পারাপার হচ্ছেন।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু সাঈদ ট্রাক চালকের বিরুদ্ধে
সতর্কীকরন বিজ্ঞপ্তি না মেনে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক চালিয়ে সরকারি সম্পদের ক্ষতি সাধন করার অভিযোগ এনে পুর্বধলা থানায় মামলা করেছেন, জানান ওসি।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান,১৮০ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রস্থ ভোটেরঘাট বেইলী সেতুটি ৩ স্প্যান
বিশিষ্ট। এর মধ্যে ৫০ ফুট করে ২টি ও ৮০ ফুট দীর্ঘ একটি স্প্যান রয়েছে। "সেতুটি ঝুকিপূর্ন " সতর্কীকরন বিজ্ঞপ্তির সাইনবোর্ড টানানো রয়েছে। চালকরা সতর্কীকরন বিজ্ঞপ্তি মানছে না।অতিরিক্ত মাল বোঝাই
ট্রাক চলছেই। এ কারনেই সেতুটি ভেঙ্গে গেছে।
তিনি আরো জানান, ভাঙ্গার পরপরই সেতুটি
পরিদর্শন করেছেন। কোনমতেই ২০ দিনের আগে সেতুটির মেরামত কাজ শেষ করা যাবে না। এক মাসও লেগে যেতে পারে।
প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
No comments:
Post a Comment