মঙ্গলবার বিকাল ৫টার দিকে নেত্রকোনা রেল ষ্টেশনে এলাকায় ট্রেনে কাটা পড়ে চার বছরের
এক শিশু কন্যা নিহত হয়েছে। নিহত শিশুটি হচ্ছে
নেত্রকোনা রেল ষ্টেশনের বস্তির মন্তু ঋষির মেয়ে বিপাশা ঋষি।
নেত্রকোনা রেল ষ্টেশন মাষ্টার মো: রফি উদ্দিন জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসঅ গ্যাংকার ট্রেনটি বিকাল ৫টার দিকে নেত্রকোনা
ষ্টেশনের
কাছাকাছি আসলে রেলের ওপর বসে থাকা শিশুটি কাটা পড়ে। এতে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়।
শিশুটির মরদেহ ঘটনাস্থলেই রাখা আছে। মোহনগঞ্জ জিআরপি পুলিশ
ফাড়িতে নিহতের ঘটনাটি অবহিত করা হয়েছে। সেখান থেকে পুলিশ এসে
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে বরে জানিয়েছেন নেত্রকোনা রেল ষ্টেশন মাষ্টার।
প্রতিবেদন - লাভলু পাল চৌধুরী
No comments:
Post a Comment