Tuesday, July 10, 2012

ট্রেনে কাটা পড়ে চার বছরের এক শিশু কন্যা নিহত

মঙ্গলবার বিকাল ৫টার দিকে নেত্রকোনা রেল ষ্টেশনে এলাকায় ট্রেনে কাটা পড়ে চার বছরের এক শিশু কন্যা নিহত হয়েছেনিহত শিশুটি হচ্ছে নেত্রকোনা রেল ষ্টেশনের বস্তির মন্তু ঋষির মেয়ে বিপাশা ঋষি
নেত্রকোনা রেল ষ্টেশন মাষ্টার মো: রফি উদ্দিন জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসঅ গ্যাংকার ট্রেনটি বিকাল ৫টার দিকে নেত্রকোনা ষ্টেশনের
কাছাকাছি আসলে রেলের ওপর বসে থাকা শিশুটি কাটা পড়েএতে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়
শিশুটির মরদেহ ঘটনাস্থলেই রাখা আছেমোহনগঞ্জ জিআরপি পুলিশ ফাড়িতে নিহতের ঘটনাটি অবহিত করা হয়েছেসেখান থেকে পুলিশ এসে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে বরে জানিয়েছেন নেত্রকোনা রেল ষ্টেশন মাষ্টার

প্রতিবেদন - লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment