নেত্রকোনার দুর্গাপুর থানার পুলিশ আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকার
মাইজপাড়া রেজিঃপ্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশ থেকে সুশীল চাম্বু গং (৫৫) নামে
এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে। তার বাড়ি উপজেলার বিরিশিরি
ইউনিয়নের হারিউন্দ গ্রামে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসাইন জানান, সকাল ১০টার দিকে এলাকাবাসী সুশীল চাম্বু গং এর লাশ
পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বেলা ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বেলা ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরো জানান সুশীল চাম্বু গং ঢাকায় থাকতো। সোমবার তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।
প্রতিবেদন - লাভলু পাল চৌধুরী
No comments:
Post a Comment