Friday, July 13, 2012

নেত্রকোণায় কাজীরআমাটি গ্রামে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন

নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের কাজীরআমাটি গ্রামে আজ শুক্রবার দুপুরে শ্যালকের হাতে হাজী মঈন উদ্দিন (৪৫)নামে এক ব্যাক্তি খুন হয়েছেনখুনের অভিযোগে খায়রুল নামে নিহতের এক চাচাতো শ্যালককে পুলিশ গ্রেফতার করেছে
লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান জানান, লক্ষীগঞ্জ ইউনিয়নের ষাটকাহন গ্রামের মঈন উদ্দিন আজ সকালে পার্শ্ববর্তী
কাজিরআমাটি গ্রামে তার শ্বশুর ওয়াজ উদ্দিনের বাড়িতে বেড়াতে যায়বেলা সাড়ে ১১টার দিকে মঈন উদ্দিন চলে আসার সময় খায়রুল নামে এক চাচাতো শ্যালক পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে মাথা ফেটে ঘটনাস্থলেই তিনি মারা যানপরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠালে দুপুরে লাশের ময়নাতদন্ত হয়
সন্ধ্যা ৬টায় নেত্রকোণা মডেল থানার ওসি আজিজুল হক জানান, নিহতের ভাই এডভোকেট আনোয়ার হোসেন বাদি হয়ে খায়রুলকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করেছেনখায়রুল মানসিক রোগী বলেও জানিয়েছেন ওসি

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment