নেত্রকোনা - ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার বাঘরা এলাকায় সোমবার
রাতে সড়ক দূঘর্টনায় নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম খান
নিহত হয়েছেন।
পূর্বধলা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ থেকে মোটর সাইকেলে চালিয়ে নেত্রকোনার
উদ্দেশ্যে যাওয়ার সময় কামরুল ইসলাম বাঘরা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি
পিকআপ ভ্যান এর এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কামরুল ইসলাম ঘটনা স্থলেই মারা যান। সংঘর্ষের পরপরই পিকআপ ভ্যানটি সহ চালক পালিয়ে যায় জানান ওসি।
পিকআপ ভ্যান এর এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কামরুল ইসলাম ঘটনা স্থলেই মারা যান। সংঘর্ষের পরপরই পিকআপ ভ্যানটি সহ চালক পালিয়ে যায় জানান ওসি।
নিহত কামরুল ইসলামের প্রতিবেশি সাংবাদিক শিমুল মিলকী জানান, পারিবারিক
কাজে সোমবার দুপুরে কামরুল জেলা শহরের নিউটাউন এলাকার বাসা থেকে মোটরসাইকেলে করে
ময়মনসিংহ যান। রাতে বাসায় ফেরার পথে বেপরোয়া গতিতে চালানো পিকআপ ভ্যানের চাপায়
মারা যান কামরুল। সোমবার মধ্যরাত থেকে বাসায় রাখা কামরুলের মরদেহ শেষবারের মত
দেখতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীসহ শুভাকাঙ্খীরা ভীর
জমান। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তার মরদেহ নেয়া
হয়। বেলা ২টার দিকে বারহাট্টা রোডের মিফতাউলুম মাদ্রাসা মাঠে কামরুলের
জানাজার নামাজ অনুষ্ঠিত হবে । পরে নেত্রকোনা পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।
কামরুল ইসলামের মৃত্যুতে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও
জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুর খান মিঠু, জেলা পিপি জি এম খান পাঠান বিমল, বাংলাদেশ
ফুটবল ফেডারেশনের সহ সভাপতি আরিফ খান জয় শোক
জানিয়েছেন।
প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
No comments:
Post a Comment