Thursday, July 19, 2012

নেত্রকোণায় বন্যার পানিতে ৩০ হাজার মানুষ পানি বন্দী, বাড়ছে নদীর পানি


টানা চার দিনের বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নেত্রকোণার প্রধান নদীগুলোর পানি বাড়ছেগত ২৪ ঘন্টায় জেলার সীমান্তবর্তী দুই উপজেলা কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলার ৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছেএতে প্রায় ৩০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন
দূর্গত এলাকা কলমাকান্দা ইউনিয়নের বাসিন্দা শিক্ষক পলাশ বিশ্বাস জানান, পানিবন্দী মানুষেরা সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেনপানি বন্দী মানুষের মাঝে স্থানীয়
প্রশাসন এখন পর্যন্ত ত্রান দেয়া শুরু করেনি
নেত্রকোণা পানিউন্নয়ন বোর্ডের বন্যা সংত্রান্ত রুরী কেন্দ্রের কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী নূর উদ্দিন জানান, বুধবার বেলা ৪টা পর্যন্ত জেলার কংস নদীর পানি জারিয়া পয়েন্টে বিপদ সীমার ১০৮ সেন্টিমিটার, উব্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে ৬২ ও ধনু নদীর পানি খালিয়াজুরী পয়েন্টে ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছেপাহাড়ী সোমেশ্বরী নদীর পানি দূর্গাপুর পয়েন্টে গত ১২ ঘন্টায় ১৭ সেন্টিমিটার কমে বিপদ সীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছেতবে কংস, উব্ধাখালী ও ধনু নদীর পানি বেড়েই চলেছে জানান প্রকৌশলী নূর উদ্দিন
দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলমাকান্দা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )কামরুজ্জামান মিয়া জানান, কলমাকান্দা উপজেলার, রংছাতি, লেংগুরা, নাজিরপুর, কলমাকান্দা, বরখাপন ও দূর্গাপুর উপজেলার কুলস্নাগড়া, গাওকান্দিয়া, দূর্গাপুর ইউনিয়নের ২৯টি গ্রাম পস্নাবিত হয়েছে।। অভ্যন্তরীন বেশ কিছু সড়ক পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত্ম হয়ে পড়েছেবুধবার জেলাপ্রশাসন থেকে বন্যা দূর্গতদের জন্যে ৮ টন চাউল বরাদ্ধ দেয়া হয়েছেইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছ থেকে দূর্গতদের তালিকা পাওয়ার পর এই চাউল বিতরন করা হবে জানান ইউএনও
কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান পাঠান বলেন, এখন পর্যন্ত ত্রান দেয়া সম্ভব হয়নিযে ত্রান বরাদ্ধ এসেছে তা অপ্রতুলএ ত্রানে কিছুই হবেনাআমাদেরকে মানুয়ের গালাগাল শুনতে হবে
বেলা ৪টায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের শস্য উপাদন বিশেষজ্ঞ আব্বাস উদ্দিন জানান, বন্যার পানিতে এরই মধ্যে দূর্গাপুর উপজেলায় ৩০হেক্টর জমির মৌসুমী সবজী ও ৩৫ হেক্টর জমির আমন বীজতলা এবং কলমাকান্দা উপজেলায় ৪০হেক্টর জমির আমন বীজতলা তলিয়ে গেছে

আজ বেলা সাড়ে ৪টা পর্যন্ত প্রতিবেদক জেলা প্রশাসক আনিস মাহমুদের সাথে বন্যা নিয়ে কথা বলতে মুঠো ফোনে একাধিকবার কল করে এবং এসএমএস দিয়ে চেষ্টা করেও কথা বলতে পারেননি

প্রতিবেদন :  লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment