
সোমবার বেলা দেড়টার দিকে হুমায়ূন আহমেদের নিজ জেলা শহরের চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে
বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক শিক্ষার্থীসহ সাধারন মানুষ তাদের প্রান প্রিয় লেখককে শ্রদ্ধার্ঘ্য
অর্পন করেন। পরে চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন
থেকে একটি শোক র¨vলী বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদনি করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
থেকে একটি শোক র¨vলী বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদনি করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
শোক র¨vলী শুরুতে বক্তব্য রাখেন, নেত্রকোণা পর্যটন উন্নয়ন জোটের সম্পাদক অধ্যাপক তপন সাহা,
বাংলাদেশ মানবাধিকার কমিশন নেত্রকোনা শাখার
সভাপতি এডভোকেট রেজাউল করিম, নেত্রকোণা
নাগরিক উন্নয়নে
আন্দোলন কমিটির সভাপতি এডভোকেট খানে আলম খান, শিক্ষক মিজানুর রহমান।
বক্তারা বলেন,
হুমায়ূন আহমেদ ছিলেন, দেশের সম্পদ, নেত্রকোণার কৃতি সন্তান। নেত্রকোণায় হুমায়ূন
আহমেদের মরদেহ না আসায় নেত্রকোণাবাসী শেষ বারের তাকে দেখতে না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন। বক্তারা হুমায়ূন আহমেদের
আত্মার শান্তি ও জন্যে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
No comments:
Post a Comment