শনিবার সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা সদরের দু’গ্রামরাসীর সংঘর্ষে ৫জন পুলিশ সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ ১০ রাউন্ড রাবার গুলি ছোড়ে। অধিকাংশ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এর মধ্যে গুরুতর আহত ওয়াশেরপুর গ্রামের আব্দুর রউফসহ অন্য একজনকে ময়মনসিংহ মেডিকেল
কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কেন্দুয়া থানার ওসি (তদন্ত) অভি রঞ্জন দেব জানান, আহত ৫জন পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কেন্দুয়া থানার ওসি (তদন্ত) অভি রঞ্জন দেব জানান, আহত ৫জন পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওয়াশেরপুর গ্রামের আব্দুর রউফ ও আইথর গ্রামের আলমামুন কোকিলের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে শনিবার
৬টার দিকে উপজেলা সদরে উভয়ের গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত
হয়। সংঘর্ষ চলাকালে পুলিশসহ প্রায় ২৫জন আহত হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে জানান ওসি।
প্রতিবেদন : জিয়াউর রহমান জীবন, কেন্দুয়া।
No comments:
Post a Comment