Thursday, August 9, 2012

নেত্রকোণায় জন্মাষ্ঠমী উৎসব পালিত

ধর্মীয় ভাবগাম্বীর্য ও উসব মুখর পরিবেশে নেত্রকোণায় আজ বৃহস্পতিবার সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উসব পালিত হয়েছেএ উপলক্ষে শহরের বড় বাজারের শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গন থেকে একটি জন্মাষ্ঠমী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে
শোভাযাত্রা শেষে নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গনে এক আলোচনা সভা হয়জন্মাষ্ঠমী উদযাপন কমিটির সভাপতি শ্রী কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নেত্রকোণার জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র,
নেত্রকোণা সদর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, নেত্রকোণা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়এসব অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষ্ণভক্ত নারী-পূরুষ অংশ নেন

প্রতিবেদন - মীর মনিরুজ্জামান

No comments:

Post a Comment