Thursday, August 9, 2012

‘সুনেত্র’ প্রকল্পের ড্রিলিং শুরু শুক্রবার

দেশের সবচেয়ে বড় গ্যাসে  ক্ষেত্রের সম্ভাবনাকে সামনে রেখে শুক্রবার বাপেক্সের সুনেত্র তেল/গ্যাস অনুসন্ধান প্রকল্পের ড্রিলিং শুরু হবে
সুনেত্র তেল/গ্যাস অনুসন্ধান প্রকল্পের প্রকল্প পরিচালক নুরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টায় প্রকল্পের ড্রিলিং উদ্বোধন করবেন বাপেক্সের মূল সংস্থা পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুরউদ্বোধনী অনুষ্ঠানে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্তুজা উপস্থিত থাকবেন

সুনেত্র প্রকল্পের খনন অধিকর্তা নজরুল ইসলাম জানান,  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাভী গ্রামে এই সূনেত্র প্রকল্পে গ্যাস নিশ্চিত করতে শুরু হবে ড্রিলিংড্রিলিং শুরু করতে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছেশুক্রবার ড্রিলিং শুরু করা হবে ১টি কূপে দেশে এই প্রথম অত্যাধুনিক টাচ স্ক্রীনের ড্রিলার কনসোলের মাধ্যমে এই ড্রিলিং কাজ করা হবেপরবর্তীতে পর্যায়ক্রমে কূপের সংখ্যা বাড়ানো হবে জানান ডি আই সি নজরুল ইসলাম
প্রকল্প পরিচালক নুরুল ইসলাম আরো জানান, ১টি কূপ থেকে প্রায় আড়াই কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হয়২০০৮সালে নেত্রকোনার জেলার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তেল/গ্যাস অনুসন্ধান চালায় পেট্রোবাংলার সংস্থা বাংলাদেশ গ্যাস এক্সপ্লোরেশন বাপেক্সএই প্রকল্পে ৮০ কোটি টাকারও বেশি প্রাক্কলিত ব্যয় ধরা হয় সুনামগঞ্জ ও নেত্রকোণা নামের অদ্যর অনুসারে প্রকল্পের নাম রাখা হয় সুনেত্রসংস্থাটি ২৬০কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক অনুসন্ধান জরিপ চালিয়ে প্রায় ২.৪০ ট্রিলিয়ন গ্যাস মওজুদ থাকার আশা করছে

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment