আজ বুধবার দুপুরে দেড়টার দিকে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামে ছোট বোনের
বিয়ে দেয়ার বিরোধ নিয়ে সৎ ভাইয়ের হাতে ভাই বিদ্যা
মিয়া (৩৩) নিহত হয়েছেন। এসময় বিদ্যা মিয়ার স্ত্রী খাদিজা বেগম আহত হন। খাদিজা আক্তারকে
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, জানিয়েছেন কেন্দুয়া থানার পুলিশ।
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, জানিয়েছেন কেন্দুয়া থানার পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জানান, ছোট বোনের বিয়ে দেয়াকে কেন্দ্র করে গন্ডা গ্রামের মৃত আব্দুল
গফুরের পুত্র সিরাজুল ইসলামের সাথে তারই সৎ ভাই বিদ্যা
মিয়ার বিরোধ চলে আসছিল। আজ দুপুর সোয়া ১২ টার দিকে তাদের বাড়িতে ভাইদের মধ্যে তর্ক বাধে। এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় বল্লমের আঘাতে বিদ্যা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ ময়নাতন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানান
ওসি।
প্রতিবেদন : লভলু পাল চৌধুরী
No comments:
Post a Comment