Tuesday, November 27, 2012

নেত্রকোণায় অর্পিত সম্পত্তির মালিকানা পেতে সমস্যা নিরসনে মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার, নেত্রকোণার আলো : এসিডিএফ, টিডব্লিউএ, এলজেএফজিএম, হাজং মাতা রাশিমনি কল্যাণ পরিষদ এবং দূর্গাপুর কলমাকান্দা উপজেলার সকল সমমনা সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল টায় মোক্তারপাড়ার মুক্ত মঞ্চে অর্পিত সম্পত্তির মালিকানা পাওয়ার ক্ষেত্রে সমস্যাসমূহ নিরসন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়
কলমাকান্দা আদিবাসী কাস্টার উন্নয়ন ফোরামের সভাপতি রবীন্দ্র কুবি সভাপতিত্বে
হাজং মাতা রাশিমনি কল্যাণ িষদের সম্পাদক শ্বরদিন্দু সরকার স্বপনের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইউসুফ আলীঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা লেখক গবেষক থিওফিল নকরেক, এড্ সিতাংশু বিকাশ আচার্য্য, এড্ প্রবীর কুমার মজুমদার, এড্ সুভাষ বনিক অজয়, অসীম মানকিন, বঙ্কিম মানখিন, ভূবন চাম্বুগং মতিলাল হাজং
সভায় বক্তারা অর্পিত সম্পত্তির মালিকানা ফিরে পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে, তা দ্রুত নিরসনের জন্য তারা সরকারের কাছে জোর দাবী জানান

পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গলবার সন্ধ্যা : ১৯ মিনিট, ২৭ নভেম্বর, ২০১

No comments:

Post a Comment