Tuesday, November 27, 2012

জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বপন জোয়ারদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, নেত্রকোণার আলো : আজ ২৮ নভেম্বর নেত্রকোণা জেলা যুবলীগের সাবেক সভাপতি আততায়ীর গুলিতে নিহত বাবু স্বপন জোয়ারদারের ১১তম মৃত্যু বার্ষিকীএ উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছেকর্মসূচীর মধ্যে রয়েছে ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে স্বপন জোয়ারদারের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কাঙ্গালী ভোজ এবং আলোচনা সভা
উল্লেখ্য, ২০০১ সনে তকালীন চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার এক মাসের মাথায় ২৮ নভেম্বর রাত ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে উকিলপাড়াস্থ বাসায় ফেরার পথে তেরীবাজার মোড়ে কতিপয় আততায়ীর এলাপাতাড়ি গুলিতে জেলা যুবলীগের সভাপতি স্বপন জোয়ারদার নিহত হনএ ব্যাপারে নিহতের ভাই রঞ্জিত জোয়ারদার বাদী হয়ে বিএনপি, যুবদল ছাত্রদলের ৫ নেতার নামে মামলা দায়ের করেনমহাজোট সরকার ক্ষমতায় আসার সাড়ে তিন বছরের মাথায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে প্রেরন করা হয়েছে
স্বপন জোয়ারদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবলীগ সভাপতি কে এম নজরুল ইসলাম ফকির এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম পাপন এক বিবৃতিতে স্বপন জোয়ারদার হত্যা মামলাটির বিচারকার্য দ্রুত শেষ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেনবর্তমানে এই মামলার সকল আসামীরা জামিনে রয়েছেন
প্রতিবেদন : সোহান আহম্মদ কাকন
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার সকাল ১১ : ০২ মিনিট, ২৮ নভেম্বর, ২০১২

No comments:

Post a Comment