Friday, December 7, 2012

নেত্রকোণায় যুব মহিলালীগের কমিটি, সভাপতি অনিতা নন্দী, সম্পাদক সৈয়দা বিউটি

স্টাফ রিপোর্টার, নেত্রকোণার আলো : বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো সুদৃঢ় এবং গতিশীল করার লক্ষ্যে অনিতা নন্দীকে সভাপতি, সৈয়দা শামসুন্নাহার বিউটিকে সাধারন সম্পাদক করে ৫০ সদস্য বিশিষ্ট নেত্রকোণা জেলা কমিটি গঠন করা হয়েছেকেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল গতকাল এ কমিটি অনুমোদন করেনকমিটির অন্যান্যরা হলেন,
সহ-সভাপতি তমা চৌধুরী, রঞ্জিতা চক্রবর্তী, মোর্শেদা শিরিন সৃষ্টি নাহিদা সুলতানা ফেরদৌসী আক্তার, যুগ্ম সম্পাদক সায়লা আক্তার রুবী, সালমা আক্তার শিরিন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদা শিরিন সৃষ্টি, দপ্তর সম্পাদক নূপূর পাঠান, অর্থ সম্পাদক কনিকা বনিক প্রমূখ
পোষ্ট : বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১ : ৩৫  মিনিট ০৭ ডিসেম্বর ১২   

No comments:

Post a Comment