Saturday, December 8, 2012

দুর্গাপুরে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ শহীদউল্লাহ খানের (শহীদ খান) ৫৬তম জন্মদিন পালন

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর(নেত্রকোণা)থেকে : নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী হল রুমে শুক্রবার সন্ধ্যায় সাহিত্য কাগজ জলসিঁড়ি আয়োজিত উত্তর ময়মনসিংহের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পুর্বধলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ শহীদউল্লাহ খান এর ৫৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়আনুষ্ঠানিক ভাবে কেক কেটে সাহিত্য কাগজ জলসিঁড়ির উপদেষ্টা ড. মানেশ সাহার সভাপতিত্বে শহীদউল্লাহ খান (শহীদ খান) এর কর্ম জীবনির উপর ও দীর্ঘায়ূ কামনা করে আলোচনা
করেন সুজন সভাপতি অজয় সাহা, আদিবাসী নেতা মতিলাল হাজং, জলসিঁড়ি সম্পাদক দীপক সরকার, সমাজ সেবক নিত্যানন্দ গোস্বামী, কবি ফজলুল হক, কবি জামাল তালুকদার প্রমুখ

পোষ্ট : বাংলাদেশ সময় শনিবার  ০৭ : ৫৭  মিনিট পি এম / ০৭ ডিসেম্বর ১২    

No comments:

Post a Comment